এনসিপির গাড়িবহর আ’টকে রেখেছে বিএনপির লোকজন : হান্নান মাসউদ

কক্সবাজারের চকরিয়ায় বিএনপির লোকজন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহর আটকে রেখেছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

ফেসবুকে হান্নান মাসউদ লিখেছেন, ‘চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন। তারা গাড়িবহর আটকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের নামে স্লোগান দিচ্ছেন।

লোহাগড়ায় ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেছেন। যেমন লীগ গত ১৬ বছর ধরে করছে, ঠিক তেমনি আপনারাও করছেন। তাদের পরিণতি দেখে যদি শিক্ষা না নিতে পারেন, তাহলে সেইম পরিণতির জন্য আপনারাও অপেক্ষা করুন।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*