এইমাত্র পাওয়া: এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

প্রাকৃতিক দুর্যোগের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে গত ১০ জুলাইয়ের স্থগিত হওয়া ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার এইচএসসির পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী ১২ আগস্ট সকাল ১০টায় স্থগিত হওয়া বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রবিবার (২০ জুলাই) দুপুর ২টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লা বোর্ডের অধীনে থাকা ৬ জেলার কয়েকটিতে হঠাৎ বন্যা পরিস্থিতি অবনতি হলে জরুরি সিদ্ধান্তে গত ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকায় স্থগিত হওয়া বিষয়গুলো আগামী ১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকল শিক্ষার্থীকে যথানিয়মে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার অনুরোধ জানান প্রফেসর মো. শামছুল ইসলাম।
স্থগিত পরীক্ষার মধ্যে ছিল পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র এবং যুক্তিবিদ্যা ১ম পত্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*