এনসিপির দুই নেতার পদত্যাগ, ফেসবুকে ঘোষণা

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ফেনীর সোনাগাজী উপজেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন দুই নেতা। কমিটি ঘোষণার এক মাসের মাথায় তারা ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করলেন।

দল থেকে পদত্যাগ করা দুই নেতার নাম ইসমাইল হোসাইন ও ইঞ্জিনিয়ার আলাউদ্দিন। শুক্রবার (১৮ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন তারা।

এনসিপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গত ২০ জুন সোনাগাজী উপজেলা কমিটির ২০ সদস্যের নাম ঘোষণা করা হয়েছিল। কমিটিতে ইসমাইল হোসাইন ও প্রকৌশলী আলাউদ্দিন সদস্য পদে ছিলেন।

ইসমাইল হোসাইন তার স্ট্যাটাসে লেখেন, ‘সোনাগাজী উপজেলা এনসিপি পদ থেকে অব্যাহতি নিলাম।’

পদত্যাগের বিষয়ে গণমাধ্যমে তিনি বলেন, আমি জাতীয়তাবাদী দল বিএনপির পরিবারের লোক।

দীর্ঘদিন বিএনপির রাজনীতি করায় মামলা-হামলার শিকার হয়েছি। এনসিপির উপজেলা কমিটিতে আমাকে রাখার বিষয়ে পূর্বে কোনো অবগত করা হয়নি, এমনকি আমি তাদের কোনো কর্মসূচিতেও অংশগ্রহণ করিনি। তাই আমি পদত্যাগ করেছি।
ফেসবুক স্ট্যাটাসে প্রকৌশলী আলাউদ্দিন লেখেন, সোনাগাজী উপজেলা এনসিপির সদস্য পদ থেকে অব্যাহতি নিলাম।

এনসিপির সোনাগাজী উপজেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন বলেন, আলাউদ্দিন আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন যে, তিনি উপজেলা কমিটিতে কাজ করতে আগ্রহী নন এবং জেলা কমিটিতে কাজ করতে চান। তবে ইসমাইল হোসেন আমাদেরকে কিছু জানায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*