
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর গোপালগঞ্জ সফরকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হওয়া উত্তেজনা এখন দেশ-বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই প্রসঙ্গেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিশেষ বার্তা দিয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
সায়ের তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লেখেন, ”গোপালগঞ্জের এই মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি: মুজিবের উত্তরাধিকারের আস্তানা ভেঙে ফেলো এবং পুড়িয়ে ফেলো। বিপ্লব দীর্ঘজীবী হোক।” — এই ধরনের বক্তব্য নিয়ে তিনি ড. ইউনূসের অবস্থান জানতে চান।
সায়ের প্রশ্ন রাখেন: “আপনি কি সমর্থন করেন যে, কোনো তরুণ নাগরিক শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল ‘ভাঙা ও পুড়িয়ে ফেলার’ ডাক দিক? সেই ব্যক্তি এই অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত সম্মানিত। আপনি নিশ্চয়ই জানেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ।”
তিনি আরও লেখেন, “যদি আপনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন যে, বাংলাদেশে সহিংসতার কোনো স্থান নেই, তবে আপনাকে নিশ্চিত করতে হবে যে কেউ যেন এই সহিংসতা উসকে না দেয়। গতকাল যারা নিহত হয়েছেন, তারা কিন্তু আর ফিরে আসবেন না। তাদের পরিবার আজীবন সেই ক্ষতির ভার বহন করবে।”
সায়ের সরাসরি আহ্বান জানান, “এই ধরণের বর্বরতার বিচার হবে বললে আপনাকে পক্ষপাতহীন থাকতে হবে।”
পোস্টের শেষাংশে তিনি ড. ইউনূসকে স্মরণ করিয়ে দেন তার আন্তর্জাতিক ভাবমূর্তি প্রসঙ্গে:“মনে রাখবেন, বিশ্ব আপনাকে দেখছে। আমরা অনেকেই জানি, আপনি জাতিসংঘ মহাসচিব পদের প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা ভাবছেন। তাই যতটা সম্ভব, সাবধানতার সঙ্গে পদক্ষেপ নিন।”
Leave a Reply