ব্রেকিং নিউজ: শুটিং সেটে গুরুতর আহত শাহরুখ খান, নেওয়া হয়েছে বিদেশে

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত স্পাই থ্রিলার ‘কিং’ নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। তবে শুটিং চলাকালীনই ঘটল অঘটন— গুরুতর চোট পেলেন বলিউডের বাদশা শাহরুখ খান। মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে একটি ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। সেখানেই স্টান্ট পারফর্ম করতে গিয়েই দুর্ঘটনা ঘটে।

বলিউডের ঘনিষ্ঠ সূত্রের খবর, কিং খানের আঘাত এতটাই গুরুতর যে আগামী অন্তত দু’মাস ক্যামেরার সামনে ফিরতে পারবেন না তিনি।

প্রাথমিকভাবে ঠিক কিভাবে আঘাত লাগল, তা নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি। তবে শোনা যাচ্ছে, চোট গুরুতর হওয়ায় দ্রুত চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছে শাহরুখ ও তার পুরো টিম। বলা হচ্ছে, শরীরের পেশিতে আঘাত লেগেছে, তবে বিস্তারিতভাবে কিছু জানাতে নারাজ প্রযোজক সংস্থা।

‘কিং’ নিয়ে ইতিমধ্যেই দর্শকের মধ্যে প্রবল উত্তেজনা। মেগাবাজেট এই ছবির তারকাবহুল কাস্টিং নিয়েও গুঞ্জনের শেষ নেই। খবর, ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, এমনকি অনিল কাপুরকেও। কিছুদিন আগে ট্যাটু আর পেশির ছবি শেয়ার করে অনুরাগীদের তাক লাগিয়ে দিয়েছিলেন কিং খান।

তবে এবার শুটিং সেটেই এক মারাত্মক স্টান্ট দৃশ্য তাঁর জন্য বয়ে আনল বিপদ।
চিকিৎসকরা শাহরুখকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। ফলে নির্ধারিত শিডিউল অনুযায়ী শুটিং শুরু হচ্ছে না। আপাতত সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের মাঝামাঝি ফের ক্যামেরার সামনে ফিরতে পারেন তিনি— এমনটাই শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রি মহলে। তবে শাহরুখের টিম এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

কিন্তু ‘কিং’-এ শাহরুখের চরিত্র কী? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। স্পাই থ্রিলার ঘরানার এই ছবিতে কিং খানকে দেখা যাবে এক ‘হ্যান্ডলার’-এর ভূমিকায়, যিনি এক গোপন মিশনে নিজের মেয়েকে— সুহানা খানকে— সাহায্য করবেন। সুহানাই এই ছবির গোয়েন্দার প্রধান চরিত্রে থাকছেন বলে খবর। পাশাপাশি রানি মুখোপাধ্যায় থাকবেন সুহানার মায়ের চরিত্রে আর দীপিকা পাড়ুকোনকে একটি চমকপ্রদ ক্যামিওতে দেখা যেতে পারে বলেও শোনা যাচ্ছে।

সব ঠিক থাকলে, ২০২৬ সালে মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত মেগাপ্রজেক্ট। তার আগে বাদশার চোট কত দ্রুত সেরে ওঠে, সেদিকেই এখন তাকিয়ে শাহরুখ অনুরাগীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*