অবশেষে দেখা মিললো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দামের! গর্ত থেকে হুংকার

জাতীয় নাগরিক পার্টি এনসিপির গোপালগঞ্জ সফরকে কেন্দ্র করে রীতিমতো পুরো জেলাকে রণক্ষেত্রে পরিণত করে আওয়ামী সন্ত্রাসীরা। ২৪ এর গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও বর্তমান এনসিপি নেতাদের গাড়িবহরে নেক্কারজনক হামলা চালিয়ে নিজেদের অবস্থানের জানান দেয় ফ্যাসিস্ট হাসিনার দোসররা। দেশ ও দেশের বাইরে যখন গোপালগঞ্জের এই ইস্যু নিয়ে আলোচনা তুঙ্গে তখনি দৃষ্টিগোচর হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। আত্মগোপনে থাকা অবস্থায়ই একের পর হুংকার দিয়েছেন মানুষ হত্যাকারী হাসিনার খুনি এই দোসর।

ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর বিভিন্ন সময় তাকে বিভিন্ন অনলাইন টকশোতে দেখা গেলেও এবার তার দেখা মিলেছে নিষিদ্ধ ছাত্রলীগের ফেইজবুক পেইজে এক ভিডিও বার্তায়। যেখানে রীতিমতো গোপালগঞ্জ ইস্যু নিয়ে প্রোপাগান্ডা ছড়াতে দেখা যায় তাকে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে পেটোয়া বাহিনী ব্যবহার করে গোপালগঞ্জে মানুষ হত্যা করেছে এই সরকার এমন অভিযোগের তীরও ছোড়েন এই পলাতক খুনি।

এমনকি বর্তমান দেশে গণতন্ত্র কায়েম নেই বলে জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে উস্কানী দিতেও দেখা যায় ফ্যাসিস্ট সাদ্দামকে। এই গণহত্যাকারী ২৪ এর গণঅভ্যুত্থানের সময় নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডারদের অস্ত্র হাতে মাঠে নামিয়ে দিয়েছিলো আন্দোলন দমাতে। আর আজ সেই খুনি সাদ্দামের মুখে এসব শুনে যে করো মনে হতেই পারে এ যেনো, ‘ভূতের মুখে রাম নাম।’

সামাজিক মাধ্যমে তার ভিডিও বার্তাটি ছড়িয়ে পড়তেই তা নিয়ে রীতিমতো হাস্যরসে মাতেন নেটিজেনরা। ইঞ্জিনিয়ার লোটাস মাহমুদ নামের একজন সাদ্দামের এই ভিডিও বার্তার কমেন্ট বক্সে লিখেছেন, ‘নির্লজ্জ-বেহায়া খুনি সাদ্দাম বলে কী? গর্তে লুকিয়ে থেকে গণতন্ত্রের বয়ান দিচ্ছেন। তো দেশ ছেড়ে চোরের মত লেজ গুটিয়ে পালিয়েছেন কেন? বর্তমান সরকারের বিরুদ্ধে আজেবাজে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, আবার পাগল হয়ে যাইয়েন না যেনো। মাথার সমস্যা হলে বলবেন, পাবনায় সিট বুকিং করবো আপনার জন্য।’ ফারজানা তন্বী নামের আরেকজন লিখেছেন, ‘কিরে হিজরা! গণতন্ত্রের কথা বলিস, তোর আপা বিগত ১৬ বছর কি করেছিলো? তখন গণতন্ত্র ছিলো? এখন দেশে গণতন্ত্র আছে কথা বলার স্বাধীনতা আছে। সুতরাং তোমরা তোমাদের কৃতকর্মের বিচারের প্রস্তুতি নাও।’

আকরামুল ইকবাল নামের আরেকজন লিখেছেন, ‘কোটি কোটি টাকা ধান্দা করে দাদার দেশে বসে ভাষন দিতেছো, বাটপার কোথাগার।’ খুনি সাদ্দাম হোসেন তার ভিডিওতে আবারো ফিরে আসার হুংকার দেন, যা নিয়েও হচ্ছে বেশ ট্রল। কমেন্ট বক্সে মোঃ জিসান নামের একজন লিখেছেন, ‘জেগে জেগে সপ্ন দেখতাছো? তোমাদের মত খুনির এই বাংলায় কোন ঠাঁই নেই। নির্লজ্জ বেহায়ার দল, হাসিও না।’

মোহাম্মদ রিয়াজ নামের আরেকজন লিখেছেন, ‘হাজার-হাজার মায়ের বুক খালি করেছিলি তোরা, তোদের ক্ষমা নেই!’ এভাবেই ফ্যাসিস্ট সাদ্দামকে নিয়ে ট্রলের বন্যা বয়ে যাচ্ছে সামাজিক মাধ্যমে। নেট নাগরিকরা রীতিমতো ক্ষোভ উপরে দিচ্ছেন এই খুনির ওপর। তবে, সাদ্দামের এভাবে ফেসবুকে ভিডিও বার্তা দেওয়ার বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার আর বিভ্রান্ত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞমহলের। তাদের মতে, সাদ্দামরা নিজেরাই নিজেদের লোকদের হত্যা করে অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপিয়ে বিশ্বজুড়ে প্রোপাগান্ডা ছড়াবে আর সেই সুযোগেই বানচাল করবে জাতীয় নির্বাচন এর পাশাপশি ছক কষবে দেশের অভ্যন্তরে ঢুকে পড়ার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*