সেই নারীকে সেনাপ্রধানের নির্দেশে সিএমএইচে ভর্তি

বাংলাদেশে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নির্দেশে নাটোরে গরম পানিতে ঝলসানো এক নারীকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নেওয়া হয়েছে। ওই নারীর নাম শাহানাজ বেগম।

তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সেনাবাহিনীর সদস্যরা ভুক্তভোগী নারীর নিজ বাসা সদর উপজেলার মোহনপুর গ্রামে গিয়ে বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে অ্যাম্বুলেন্স করে বগুড়া সিএমএইচে নিয়ে যায়।

বিকেলে সেনাবাহিনীর নাটোর ক্যাম্প সূত্র এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানায়, জমিজমা বিরোধের সূত্র ধরে গত ২৬ জুন হালিমা বেগম এবং শাহানাজ বেগম নামের দুই নারীকে তাদের প্রতিপক্ষ মরিচের গুঁড়া মিশ্রিত গরম পানি দিয়ে শরীর ঝলসে দেয়। পরে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

আহত নারীদের মধ্যে হালিমা খাতুনের অবস্থার উন্নতি হলেও শাহানাজ নামের অপর নারীর অবস্থার অবনতি হয়। হতদরিদ্র নারী শাহানাজের পরিবার টাকার অভাবে সুচিকিৎসা করাতে না পেরে মানবেতর জীবনযাপন করছিল। বিষয়টি সেনাপ্রধান অবগত হয়ে বিনামূল্যে শাহানাজ পারভীনের উন্নত চিকিৎসার নির্দেশ দেন।

এদিকে সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগকে কৃতজ্ঞতার সঙ্গে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

তারা জানান, এমন উদ্যোগ দেশের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*