এইচএসসি পরীক্ষার হল থেকে উত্তরপত্র নিয়ে পালালো পরীক্ষার্থী

সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিব সঞ্জীব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

‎কক্ষ পরিদর্শক চঞ্চল কুমার হালদার বলেন, আজকে ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা শেষে উপজেলার এফ করিম আলিম মাদ্রসার ৫ নম্বর কক্ষের ফারদিন খলিফা নামে এক পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে আমাদের অগোচরে নিজের সঙ্গে নিয়ে পালিয়ে যায়। পরে ১০ কিলোমিটার দূরে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামের ওই পরীক্ষার্থীর বাড়ি থেকে উত্তরপত্রটি উদ্ধার করা হয়।

‎সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, পরীক্ষা শেষে এক পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে পালিয়ে গেছে—এমন অভিযোগ পাওয়ার পর বিষয়টি বোর্ড চেয়ারম্যানকে জানানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই পরীক্ষার্থীর ফাইল থেকে উত্তরপত্রটি উদ্ধার করে। বোর্ডের নির্দেশে পরীক্ষার্থীকে বহিষ্কার এবং ওই কক্ষে দায়িত্বপ্রাপ্ত দুইজন কক্ষ প্রত্যবেক্ষককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

‎এ বিষয়ে কেন্দ্র সচিব সঞ্জীব কুমার সাহা বলেন, ওই পরীক্ষার্থীকে বহিষ্কার এবং কক্ষে দায়িত্বপ্রাপ্ত দুইজন কক্ষ পরিদর্শককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

‎এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, পুলিশ অভিযান চালিয়ে ফারদিন খলিফা নামে ওই পরীক্ষার্থীর কাছ থেকে খাতা উদ্ধার করেছে। পরে বোর্ড কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*