
মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি চক্র বাংলাদেশের রাজনীতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, লন্ডনে বৈঠকের পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণার পর অনেকের মাথা বিগড়ে গেছে। তাই ভোট ঠেকাতে চক্রান্তকারীরা দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, কারও পাতা ফাঁদে পা দেবেন না। তারেক রহমানের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে, তারা গণতন্ত্রের শত্রু। যে সিদ্ধান্ত হয়েছে, সে সময়েই নির্বাচন চাই—গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস নেই।
Leave a Reply