সাড়ে ৪ ঘণ্টা একাই লড়লেন জাদেজা, তারপরও ভারতের লজ্জার হার

লর্ডস টেস্টের চতুর্থ ইনিংসে ১৯৩ রানের টার্গেট তাড়ায় ৮১ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ভারত। সেই অবস্থায় থেকে দলকে টেনে জয়ের দুয়ারে নিয়ে যান রবিন্দ্র জাদেজা। তিনি লেজের ব্যাটসম্যানদের নিয়ে ২৬৬ মিনিট তথা ৪ ঘণ্টা ২৬ মিনিট ব্যাট করে দলের পরাজয় এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেন।

কিন্তু স্বীকৃত ব্যাটসম্যান না থাকায় বোলারদের নিয়ে লড়াই করেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি জাদেজা। তিনি ১৮১ বলে চার বাউন্ডারি আর এক ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকলেও অপর প্রান্তে পেস বোলার মোহাম্মদ সিরাজ আউট হয়ে যাওয়ায় পরাজয় এড়ানো সম্ভব হয়নি।

লর্ডস টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে ইংলিশ বোলারদের সামনে একাই প্রতিরোধ গড়ে তোলেন রবিন্দ্র জাদেজা। কিন্তু লেজের ব্যাটসম্যানরা তাকে যোগ্য সঙ্গ দেওয়া যথেষ্ট চেষ্টা করেছেন।

অষ্টম উইকেটে নিথেশ কুমারের সঙ্গে ৯১ বলের জুটিতে গড়েন ৩০ রান। এরপর পেস বোলার জসপ্রিত বুমরাহর সঙ্গে নবম উইকেটে ১৩২ বলে করেন ৩৫ রানের জুটি।

এরপর শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামা পেস বোলার মোহাম্মদ সিরাজের সঙ্গে গড়েন ৮০ বলে ২৩ রানের জুটি। কিন্তু দুভার্গ্য ভারতের। ইংল্যান্ডের পেসার শোয়েব বশিরের করা বলটি ভালোভাবেই মোকাবেলা করেন সিরাজ। বল তার ব্যাটে লেগে তার পায়ের কাছ দিয়ে গড়িয়ে গড়িয়ে পেছনে গিয়ে স্টাম্পে আঘাত হানে। সঙ্গে সঙ্গে স্টাম্পের বেল পড়ে যায়। হাতাশায় মাঠেই বসে পড়েন রবিন্দ্র জাদেজা।

৮১ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে লোকেশ রাহুল আউট হওয়ার পর একাই দলকে টেনে জয়ের দুয়ারে নিয়ে যান জাদেজা। দলের নিশ্চিত পরাজয় জেনেও তার আত্মবিশ্বাসী ব্যাটিং প্রশংসার যোগ্য।

ভারত লর্ডস টেস্টে ১৯৩ রানের টার্গেট তাড়ায় ২২ রানে হারলেও ক্রিকেটপ্রেমীদের হৃদয় কেড়ে নিয়েছেন রবিন্দ্র জাদেজা। তিনি খাদের কিনারা থেকে দলকে টেনে জয়ের দুয়ারে নিয়ে যান। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে দলকে জয় উপহার দিতে পারেননি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*