সঞ্চয়কারীদের জন্য দারুণ সুযোগ, এই ব্যাংকের নতুন স্কিমে বাড়তি রিটার্ন

দেশের অন্যতম বৃহৎ বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসি আমানতের হালনাগাদ সুদহার ঘোষণা করেছে। গ্রাহকের চাহিদা, সময়সীমা এবং পণ্যের ধরন অনুযায়ী ব্যাংকটি বিভিন্ন ডিপোজিট স্কিমে আকর্ষণীয় সুদের হার নির্ধারণ করেছে, যা বর্তমানে বাজারে অন্যতম প্রতিযোগিতামূলক।

সাধারণ সেভিংস অ্যাকাউন্টে কমপক্ষে ১ কোটি টাকা জমা রাখলে এখন থেকে মিলবে ২.২৫% পর্যন্ত সুদ, যেখানে ১ কোটির নিচে রাখা হলে হার ২.০০%। তবে যারা বড় অঙ্কের টাকা রাখতে চান, তাদের জন্য স্পেশাল নোটিশ ডিপোজিট (SND) স্কিমে রাখা টাকার পরিমাণ অনুযায়ী সুদের হার বাড়তে বাড়তে সর্বোচ্চ ৫.০০% পর্যন্ত পাওয়া যাবে। বিশেষ সুবিধা হিসেবে, ব্যাংক বা নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের জন্য যেকোনো পরিমাণের SND-তে সরাসরি ৫% সুদ প্রযোজ্য।

পেনশন ও সঞ্চয়ভিত্তিক স্কিমগুলোতেও রয়েছে বেশ কিছু চমক। ৩ থেকে ১০ বছর মেয়াদি পূবালী সঞ্চয় প্রকল্প (PSP), শিক্ষা সঞ্চয় প্রকল্প (SSP), পূবালী পেনশন স্কিম (PPS) ইত্যাদি স্কিমে সুদহার রাখা হয়েছে ৭.২৫% থেকে ৭.৫০% এর মধ্যে। দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের জন্য ‘দিগুন সঞ্চয় প্রকল্পে’ ৯ বছরে সুদ দেওয়া হচ্ছে ৮.০৫৫%।

সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে প্রবীণ নাগরিক ও পেনশনভোগীদের জন্য বিশেষ দুটি স্কিম—‘পিপলস পূবালী পেনশন স্কিম (PPPS)’ এবং ‘সিনিয়র সিটিজেন পূবালী ডিপোজিট স্কিম (SCPDS)’—যেখানে গ্রাহকরা পাচ্ছেন বছরে সর্বোচ্চ ১০.০০% সুদ। এই স্কিমে ৬ মাসের স্থায়ী আমানতের প্রচলিত হারে সুদ এবং অতিরিক্ত ১% সুদ প্রতি বছর প্রযোজ্য, যা মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে গণনা করা হয়।

অপরদিকে, যারা মাসিক মুনাফা পেতে চান, তাঁদের জন্য ‘Monthly Profit Based FDR’-এ ৫ বছরের জন্য ন্যূনতম ১ লাখ টাকা বিনিয়োগে সুদহার নির্ধারিত হয়েছে ৭.৫০%। এছাড়া পূবালী স্বাধীন সঞ্চয় এবং পূবালী স্বপ্ন পূরণ স্কিমেও ৬.২৫% হারে সুদ পাওয়া যাচ্ছে।

স্থায়ী আমানত বা Fixed Deposit Receipt (FDR)-এ সুদের হারও এই তালিকায় বেশ আকর্ষণীয়। মাত্র ৩ মাস বা ৬ মাসের জন্য জমা রাখলেই ৯.০০% সুদ এবং ১২ মাস বা তার বেশি সময়ের জন্য রাখা হলে সুদের হার বেড়ে দাঁড়ায় ৯.২৫%—যা বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য রিটার্ন।

পূবালী ব্যাংকের এ হালনাগাদ সুদহার তালিকা সঞ্চয়কারীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, সময়োপযোগী এই রেট কাঠামো গ্রাহকদের আরও সঞ্চয়বান্ধব করে তুলবে এবং দেশের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে সহায়ক হবে।

তথ্যসূত্র: পূবালী ব্যাংক ওয়েবসাইট

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*