আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে সোনা

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (৮ জুলাই) থেকে এ ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি। সোমবার (৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে সংগঠনটি।

আজ থেকে নতুন দামেবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। এমতাবস্থায় ৭ জুলাই বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সর্বসম্মতিক্রমে মঙ্গলবার (৮ জুলাই) থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য নিম্নরূপ হারে নির্ধারণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারটের ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৬২২ টাকা। সেই হিসেবে ১ ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা।

২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ১৩ হাজার ৯৫৭ টাকা। সেই হিসেবে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা।

ঘোষিত মূল্য অনুযায়ী ১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ১১ হাজার ৯৬৪ টাকা। সেই হিসেবে প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৯ হাজার ৫৪৮টাকা।

এছাড়াও সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৮৯৩ টাকা। সেই হিসেবে ১ ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৯১ টাকা।

অন্যদিকে ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪১ টাকা। সেই হিসেবে এই মানের এক ভরি রূপার দাম দাঁড়িয়েছে ২ হাজার ৮১১ টাকা।

২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩০ টাকা। সেই হিসেবে একই মানের ১ ভরি রূপার দাম দাঁড়িয়েছে ২ হাজার ৬৮২ টাকা।

১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম রূপার মূল্য ১৯৭ টাকা। সেই হিসেবে এক ভরি রূপার দাম হয়েছে ২ হাজার ২৯৭টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪৮ টাকা। সেই হিসেবে এই মানের এক ভরি রূপার দাম হয়েছে ১ হাজার ৭২৬টাকা।

পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে স্বর্ণ ও রূপার এই বিক্রয় মূল্য কার্যকর থাকবে জানিয়ে বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণ ও রূপার বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার কর্তৃক নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস কর্তৃক নির্ধারিত নূন্যতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*