ফেনীতে নামছে বন্যার পানি, বাড়ছে ভোগান্তি

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েক দিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর ২০টি স্থানে বাঁধ ভেঙে যায়। ফুলগাজী ও পরশুরাম উপজেলা থেকে বন্যার পানি কমতে শুরু করায় দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন।

আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরে তারা কর্দমাক্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। ফেনী থেকে ফুলগাজী পর্যন্ত যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। এখনও যান চলাচল বন্ধ রয়েছে পরশুরাম সড়কে। যেসব এলাকা থেকে পানি সরে গেছে, সেসব এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হয়েছে।

জেলা প্রশাসন থেকে দেওয়া তথ্যমতে জানা যায়, মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপৎসীমার তিন মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ছাগলনাইয়া পয়েন্টে হরিপুর এলাকা হয়ে মুহুরী নদীর পানি ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার কারণে ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঁইয়ার কিছু গ্রাম বেশ কয়েকটি এলাকা নতুন করে প্লাবিত হয়েছে।

এদিকে গেল রাতে ফেনী শহরের পেট্রোবাংলা এবং আরামবাগ এলাকায় আবার কিছুটা পানি উঠেছিল। তবে সকালে নেমে গেছে। এ বন্যায় ৩৭ হাজার মানুষ পানিতে নিমজ্জিত ছিল। এখনো সাড়ে চার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে। ৫০০০ মানুষ আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরেছে। এখনো ৮৭টি আশ্রয়কেন্দ্র চালু রয়েছে। উপজেলাগুলোতে ১৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্গতদের মধ্যে ২২০০ প্যাকেট শুকনা ও অন্যান্য খাবার দেওয়া হয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার গণমাধ্যমকে বলেন, পরশুরাম ও ফুলগাজী অংশে নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হলেও ছাগলনাইয়া ও ফেনী সদর অংশে পানি অনেক বাড়ছে। বাঁধের ভাঙনের স্থান দিয়ে পানি ঢুকছে। পানি কমার পরেই বাঁধ মেরামতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বন্যায় সর্বশেষ ১১২টি গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে ফুলগাজীতে ৬৭, পরশুরামে ২৭, ছাগলনাইয়ায় ১৫, ফেনী সদর ও দাগনভূঁইয়ার দুটি গ্রাম।

এআই

সম্পর্কিত:

১৮ জুলাই বরিশালে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড

বরিশালে আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’। অ্যাস্ট্রোনমি বিষয়ক মেধা যাচাইয়ের লক্ষ্য নিয়ে জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজে এই অলিম্পিয়াডের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন।স্থানীয়ভাবে বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাব এবং রিপোর্ট একাত্তর ডটকম এই আয়োজনের সাথে থাকবে।শনিবার (১২ জুলাই) দুপুরে জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কথা জানান বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অধ্যাপক মফিজুর রহমান।তিনি আরো জানান, বাছাই করা প্রথম পাঁচজন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সেপ্টেম্বরে রাশিয়াতে অনুষ্ঠিতব্য ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের ২০তম আসর। ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এবারের এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে বরিশালসহ বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে প্রথম রাউন্ড থেকে বাছাইকৃত ৩০০ ছাত্র-ছাত্রীদের নিয়ে দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।তিনি বলেন, সর্বশেষ তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্পে লিখিত পরীক্ষা থেকে প্রথম ৫ জন প্রতিযোগীকে বাছাই করা হবে, যারা অংশ নেবে ২০-২৭ সেপ্টেম্বর রাশিয়াতে হতে যাওয়া ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে। এছাড়া ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।সংবাদ সম্মেলনে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড আঞ্চলিক পর্বের সমন্বয়ক সাঈদ পান্থ এবং বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক এলর্বাট রিপন বল্লভ জানান, জুনিয়র গ্রুপে ১৪ থেকে ১৫ বছর বয়সী স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থী, যাদের জন্ম ২০১০-২০১১ সালের মধ্যে।সিনিয়র গ্রুপে ১৬ থেকে ১৮ বছর বয়সী স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থী, যাদের জন্ম ২০০৭-২০০৯ সালের মধ্যে। প্রাথমিক বাছাই বা প্রথম রাউন্ড পরীক্ষা ১১-২১ জুলাই অনুষ্ঠিত হবে। নিবন্ধন ফি রাখা হয়েছে একশ টাকা। এবারের আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে এপেক্স।এছাড়া আয়োজনে সহযোগিতা করেছে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড, পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এডিএন টেলিকম, কেদারপুর টি স্টেট, ওয়াচেস ওয়ার্ল্ড। প্রথম আলো, দুরন্ত টেলিভিশন, চ্যানেল আই, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এবং রাশিয়ান হাউস ইন ঢাকা অনুষ্ঠানে যুক্ত সহায়তা দেবে। সংবাদ সম্মেলনে জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সত্যজিৎ রায়সহ বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য এবং রিপোর্ট একাত্তর ডটকমের সদস্যরা উপস্থিত ছিলেন।এআই

মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ আমিনুর রহমান (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) রাতে উপজেলার বহুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমিনুর উপজেলার বহুরিয়া ২ নম্বর ওয়ার্ডের আবুল সিকদারের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বহুরিয়া গ্রামের আমিনুর গোপনে ইয়াবা ট্যাবলেট সেবন ও বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মির্জাপুর থানার উপপরিদর্শক মো. জুয়েল মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ১০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।এআই

শশুর বাড়ির রেইনট্রি গাছে ঝুলছিল জামাইয়ের মরদেহ

বরগুনার তালতলীতে শশুর বাড়ির সামনে রেইনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় সিদ্দিকুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।নিহত সিদ্দিকুর রহমান আমতলী উপজেলার কুকুয়া এলাকার মৃত আজাহার মোল্লার ছেলে ও তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার জয়দেব ব্যাপারীর জামাতা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে স্ত্রী ও সন্তানদের শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিলেন। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। আজ শনিবার সকালে শশুর বাড়ির সামনে রেইনট্রি গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় সিদ্দিকুর রহমানের মরদেহ দেখতে পান। এ সময় শশুর বাড়ির লোকজন চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।’এআই

রামুতে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

কক্সবাজারের রামুতে নিখোঁজের তিন দিন পর খাল থেকে বিবিশন বড়ুয়া (৫৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ জুলাই) সকালে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তোলাতলী নাপিতের চর এলাকার একটি খালে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে গর্জনিয়া পুলিশ ফাঁড়িকে অবহিত করেন।নিহত বিবিশন বড়ুয়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।পরিবার সূত্রে জানা গেছে, তিন দিন আগে তিনি নিখোঁজ হন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও পরিচিতজনেরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং লাশটি শনাক্ত করেন।গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শাহজাহান মনির জানান, খবর পেয়ে এসআই জুয়েলসহ তিন সদস্যের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। পরে লাশটি উদ্ধার করে গর্জনিয়া ফাঁড়িতে আনা হয়।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।এদিকে বিবিশন বড়ুয়ার মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও পরিচিতজনেরা তাকে একজন সদালাপী, পরিশ্রমী ও সামাজিক মানুষ হিসেবে জানতেন। তার অপ্রত্যাশিত মৃত্যুতে শুধু পরিবার নয়, গোটা এলাকাই স্তব্ধ। সোশ্যাল মিডিয়াতেও শোক প্রকাশ করে অনেকেই তাকে স্মরণ করছেন।এআই

চিকিৎসককে হেনস্তার প্রতিবাদ করায় নারীকে মারধর বিএনপি নেতার

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্লাবন হালদারের চিকিৎসা মনঃভূত না হওয়ায় হেনস্তা করেছে উপজেলা বিএনপির এক নেতা। হেনস্তার প্রতিবাদ করায় চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর বোনকে প্রকাশ্যে চর থাপড় মারার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার (১২ জুলাই) সকালে গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী বিথী আক্তার (৩২)।   হেনস্তার শিকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. প্লাবন হালদার বলেন, ‘শুক্রবার হাসপাতালের জরুরি চিকিৎসক হিসেবে কর্মরত ছিলাম। ওই দিন দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বদিউজ্জামান মিন্টু কয়েকজনকে সহযোগীকে নিয়ে জরুরি বিভাগের ৮নং কক্ষে আসেন। এ সময় মিন্টু জানান, গত তিনদিন আগে মোটর সাইকেলে তার পা কেটে গেছে। তার কথা শুনে আমি তাকে টিটেনাস ইনজেকশন পুশ করার পরামর্শ দিয়ে একটি ব্যবস্থাপত্র দেই। এতে তার মনঃভূত না হওয়ায় বিরুপ মন্তব্য করে ব্যবস্থাপত্রটি ছিঁড়ে আমার টেবিলের উপর ছুড়ে মারেন। তখন আমি বলি এসব লোকজন আসে কোথার থেকে। এতে মিন্টু ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে একাধিকবার মারতে উদ্যত হলে আমি পিছনে সরে দাঁড়াই। কক্ষে উপস্থিত এক নারী রোগীর সাথে থাকা তার বোন বাঁধা দিতে গেলে তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে।মারধরের শিকার আশোকাঠি গ্রামের বিথী আক্তার থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, ‘আমার বড়বোন মুক্তা বেগমকে নিয়ে ডাক্তার দেখাতে শুক্রবার দুপুরে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. প্লাবন হালদারের ৮নং কক্ষে যাই। এ সময় একজন লোক পা কাটার বিষয় নিয়ে ডা. প্লাবনের সঙ্গে কথা বলছিলেন। কথা কাটাকাটির একপর্যায়ে তিনি ডাক্তারের গায়ে হাত তোলার চেষ্টা করেন। আমি বাধা দিয়ে বলি, ভাই তিনি একজন সরকারি ডাক্তার, আমাদের সেবা দিচ্ছেন, তাকে অযাথা মারবেন কেন। এ কথা বলতেই তিনি (মিন্টু) আমাকে প্রকাশ্যে ডান গাল, কান ও মাথায় একাধিকক চড়থাপ্পড় মারেন এবং আমাকে ও আমার বোনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমি এর বিচার চাই’।ডাক্তারকে হেনস্তা ও নারীকে মারধোরের অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, ‘আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল মিথ্যে অপবাদ দিচ্ছেন। আপনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে কথা বলেন তাহলে বিস্তারিত জানতে পারবেন’।তবে ঘটনার সত্যতা স্বীকার  করে গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, ‘দল কখনো এমন আচরণ বরদাশত করে না। আমি হাসপাতালে গিয়ে বিষয়টি সম্পর্কে জেনেছি। একটি তুচ্ছ ঘটনা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। তারপরও যা হয়েছে তা আমাদের কাম্য নয়। আমরা বসে বিষয়টি সমাধান করবো’।গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান বলেন, ‘ কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসকের সঙ্গে রূঢ় আচরণ এবং চিকিৎসায় বাধা প্রদান করা গুরুতর অপরাধ। আমরা বিষয়টি সিভিল সার্জন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে’।গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, ‘বিথী আক্তার নামে এক নারী তাকে মারধর করার বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টুর নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে’।উল্লেখ্য, অতি সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তার সম্মুখে এক মুসুল্লীকে মারধর করে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু।  এসকে/এইচএ

ঝিনাইদহ সদর হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা চালুর দাবিতে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, এমআরআই এবং সিটি স্ক্যান সেবা চালু ও চীনের প্রস্তাবিত বিশেষায়িত হাসপাতাল দ্রুত স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ জুলাই) সকালে শহরের ফ্যামেলি জোন রেস্টুরেন্টে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার, সমাজসেবক প্রকৌশলী কামরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুস সবুর ও আবু সালেহ মো. মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ জুয়েল, অর্থ সম্পাদক তাজনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মুন্না, শিক্ষা সম্পাদক ফারুক হোসেন, তথ্যপ্রযুক্তি সম্পাদক তারেক মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক আব্দুল ওহাব, দপ্তর সম্পাদক আল আমিন হোসাইন, প্রচার সম্পাদক আল মিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।সংগঠনের নেতারা বলেন, ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল জেলার মানুষের স্বাস্থ্যসেবার প্রধান আশ্রয়স্থল হলেও এখানে প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সেবা নেই। আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস ইউনিট, এমআরআই ও সিটি স্ক্যানের মতো জরুরি চিকিৎসা সুবিধা না থাকায় জেলার প্রায় ২১ লাখ মানুষ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।তারা আরও বলেন, এসব সেবা চালুর পাশাপাশি চীনের অর্থায়নে প্রস্তাবিত বিশেষায়িত হাসপাতাল দ্রুত ঝিনাইদহে স্থাপন করা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। তাই সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান নেতারা।এআই

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*