তাহসানের দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন মন্দিরা

অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে সংগীতশিল্পী তাহসান খানের দ্বিতীয় বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন। বিশেষ তারকা আড্ডার অনুষ্ঠানে সম্প্রতি অংশ নেন অভিনেত্রী মন্দিরা।

সেখানে উপস্থাপক মন্দিরার কাছে জানতে চান তার ক্র্যাশ তাহসানের কথা। জবাবে মন্দিরা পাল্টা প্রশ্ন করে বলেন, ‘কে যেন? ওহ, তাহসান।’

মন্দিরার মুখে এমন উত্তর শুনে অবাক হয়ে উপস্থাপক বলেন, ‘ভুলে গেছো তাহসানের কথা?’ অনেকটা আফসোস করে এ অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছে। তাই ওকে আমি ভুলে যাই। ভুলে গেছি।’

অভিমান নিয়ে চিত্রনায়িকা বলেন, ‘কী দরকার ছিল বিয়ে করার। তাহসান কেন বিয়ে করল, দরকার তো ছিল না।’ এরপরই হেসে দেন অভিনেত্রী। এরপর বলেন, ‘একজন ভক্ত হিসেবে অভিমানী হয়ে আমার এটা প্রায়ই মনে হয়। সত্যি করে বলতে, আমি সারা জীবন তার গানের ভক্ত থাকব।

ধরুন, আমি এখন মন্দিরা না, আমি এখন নায়িকা না, আমি মিডিয়ায় কাজ করি না। আমি আমজনতা হিসেবে আমার দুঃখটা শেয়ার করলাম। একজন ভক্ত হিসেবে আমার মনে হয়, কেন ও বিয়ে করল, দরকার তো ছিল না।’

উল্লেখ্য, ২০১২ সালে জনপ্রিয় টেলিভিশন রিয়ালিটি শো ‘সেরা নাচিয়ে’-তে রানার-আপ হওয়ার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন মন্দিরা চক্রবর্তী। ছোট পর্দায় কাজ করার পর ২০২৪ সালে ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*