চরম দুঃসংবাদ: উড্ডয়নের ৭ মিনিটেই বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

স্থানীয় সময় রোববার (৩০ জুন) সকালে ওহাইওর আঞ্চলিক বিমানবন্দরের কাছেই বিধ্বস্ত হয় সেসনা-৪৪১ মডেলের একটি উড়োজাহাজ।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, বিমানটি উড্ডয়নের মাত্র ৭ মিনিটের মধ্যেই ভূপাতিত হয়। এতে বিমানে থাকা ছয়জনের সবাই নিহত হন।

নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য এবং বাকি দুজন ছিলেন পাইলট ও কো-পাইলট।

নিহতরা হলেন- ৬৮ বছর বয়সি ভেরোনিকা ওয়েলার, ৬৭ বছর বয়সি জেমস ওয়েলার, ৩৬ বছর বয়সি জন ওয়েলার এবং ৩৪ বছর বয়সি মারিয়া ওয়েলার।

এছাড়া বিমানটিতে পাইলট হিসেবে ছিলেন ৬৩ বছর বয়সি জোসেফ ম্যাক্সিন এবং সহ-পাইলট ছিলেন ৫৫ বছর বয়সি টিমোথি ব্লেক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*